fbpx
খেলা

বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিক সুখবর দিলেন

সঞ্জয় কুমার, দক্ষিণবঙ্গ ডেক্সঃ বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিক সুখবর দিলেন।

জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একমাত্র টেস্টেও অংশ নেন।

ওয়ানডে সিরিজ শুরু আগেই বাংলাদেশ থেকে দুঃসংবাদ ভেসে আসে।

মুশফিকের পরম প্রিয় বাবা-মা প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের উপহারে দেয়া ঘরগুলোর নানা সমস্যা

সফরের মাঝেই দেশে ফেরেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিক।

মুশফিক পবিত্র ঈদুল আজহার দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুখবর দিয়েছেন।

বাবা-মা এখন সুস্থতার পথেই রয়েছেন জানালেন মুশফিক।

Dokkhinbongo ads

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি।’

মুশফিক আরো লিখেছেন,‘দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।

আরও পড়ুনঃ- যশোরের কেশবপুরে সংখ্যালঘুদের ঘের থেকে উচ্ছেদ করার অভিযোগ” স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন

আরও পড়ুনঃ- দিনে মাত্র ৭ টাকায় স্বল্প ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা করে দেব: জাফরুল্লাহ চৌধুরী

বাবা-মায়ের স্বাস্থ্যের কথা জানিয়ে তিনি জানান, ‘আরও জানাতে চাই, আল্লাহ্‌র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন।

প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন।

ফেসবুকে সর্বশেষ নিউজ পেতে এড হোন আমাদের ফেসবুক গ্রুপে দক্ষিণবঙ্গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button