fbpx
বিনোদন

বানরের মদপান বারে ঢুকে

সঞ্জয় কুমার, দক্ষিণবঙ্গ ডেক্সঃ বানরের মদপান বারে ঢুকে।

মদের বারে ঢুকে বানর মদপান করছে- একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায় ঘটনাটি ঘটেছে।

Dokkhinbongo ads

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, বানরটি বারে ঢুকে একটি মদের বোতল তুলে নেয়।

বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে মদপান শুরু করে বানর।

একটি বিস্কুটও দেন মদের দোকানের মালিক। কিন্তু সে ভ্রূক্ষেপ না করে মদপানই করতে থাকে।

আরও পড়ুন- ঢাকায় করোনা রোগীদের জন্য ১২০০ বেডের হাসপাতাল হচ্ছে

আরও পড়ুন- করোনায় মৃত্যুর পর শ্মশানে সৎকারে বাঁধার মুখে তাকওয়া ফাউন্ডেশনের সদস্যরা সৎকার করলেন

অনেকেই ভিডিও করেন এ ঘটনা দেখে। তাদেরই একজন জানান, সম্প্রতি ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল।

বাঁদরটি চেটে খায়। প্রতি দিনই তারপর থেকে বানরটি দোকানের কাছে ঘুরঘুর করত। বানরকে কিছুতেই তাড়ানো যেত না। এরপর এই ঘটনা ঘটল।

ফেসবুকে সর্বশেষ নিউজ পেতে এড হোন আমাদের ফেসবুক গ্রুপে দক্ষিণবঙ্গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button