fbpx
স্বাস্থ্য

মুখে খাওয়ার করোনার ‘ট্যাবলেট’ পাবেন রোগীরা

সঞ্জয় কুমার, দক্ষিণ বঙ্গ ডেক্সঃ মুখে খাওয়ার করোনার ‘ট্যাবলেট’ পাবেন রোগীরা।

মুখে খাওয়ার করোনার ‘ট্যাবলেট’ বা পিল মলনুপিরাভ পাচ্ছে ফিলিপাইন।

বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা তিন লাখ মেরেকের তৈরি মুখে খাওয়ার কোভিড ট্যাবলেট আগামী মাসেই ফিলিপাইনে পৌঁছাবে বলে দেশটির লাইসেন্সপ্রাপ্ত আমদানিকারকরা জানিয়েছেন।

ফিলিপাইন স্বাস্থ্য সেবাবিষয়ক পণ্য আমদানিকারক মেডএথিক্সের প্রেসিডেন্ট মোনালিজা সালিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন যে, দেশের মানুষ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মলনুপিরাভ পাবেন।

ফিলিপাইন স্বাস্থ্য সেবাবিষয়ক পণ্য আমদানিকারক মেডএথিক্সের প্রেসিডেন্ট মোনালিজা সালিয়ান আরও জানান, করোনা রোগীদের জন্য তিন লাখ ওষুধ আমদানি করা হচ্ছে। মলনুপিরাভের প্রথম ব্যাচই ফিলিপাইন পাচ্ছে বলেও জানান তিনি।

একশ থেকে দেড়শ ফিলিপাইনি পেসো (বাংলাদেশি মুদ্রায় ১৬০ থেকে আড়াইশ টাকার মধ্যে) প্রতিটি ওষুধের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ওষুধ পরিবেশক ফার্মাসিউটিক্যাল ফার্ম জ্যাকফার্মার প্রেসিডেন্ট মেনেলিও হার্নান্দেজ।

আরো পড়ুন- যশোরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামীর ফাঁসি
আরো পড়ুন-  আমার মৃত্যু যদি গতির কারণে হয়ে থাকে, কেঁদো না কেউ কারণ আমি হাসিমুখেই মরব

মলনুপিরাভিরের ‘সহানুভূতিশীল ব্যবহার’ ফিলিপাইন ৩১টি হাসপাতালের জন্য অনুমোদন করেছে বলে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান রোল্যান্ডো এনরিক ডোমিঙ্গো বুধবার জানিয়েছেন।

মলনুপিরাভ হবে বিশ্বের প্রথম করোনার মুখে খাওয়ার ওষুধ অনুমোদন পেলে।

এই ওষুধ পাওয়ার জন্য এরই মধ্যে ধনী ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে।

ফেসবুকে সর্বশেষ নিউজ পেতে এড হোন আমাদের ফেসবুক গ্রুপে দক্ষিণবঙ্গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button