fbpx
জাতীয়

যশোরে ৭১৯ জন ভারতফেরত বাংলাদেশির ঈদ কাটছে হোটেলে

সঞ্জয় কুমার, দক্ষিণবঙ্গ ডেক্সঃ যশোরে ৭১৯ জন ভারতফেরত বাংলাদেশির ঈদ কাটছে হোটেলে।

এবার যশোরে ৭১৯ জন ভারতফেরত বাংলাদেশির কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতার কারণে ঈদ কাটছে হোটেলে।

ঈদের দিন জেলা প্রশাসনের উদ্যোগে তাদের জন্য সেমাই, পোলাও ও মাংসসহ উন্নতমানের খাবার সরবরাহ করা হচ্ছে।

Dokkhinbongo ads

ঈদুল ফিতরেও যশোরের হোটেলে ঈদ কাটিয়েছিলেন ভারতফেরত ৬২২ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী।

করোনা প্রাদুর্ভাবে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে  ২৬ এপ্রিল থেকে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে শুরু করেন আটকে পড়া বাংলাদেশিরা।

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির অংশ হিসেবে  দেশে ফেরার পর ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে তাদের হোটেলগুলোতে অবস্থান করতে হচ্ছে।

আরও পড়ুনঃ- দ্বিতীয় ধাপে করোনা প্রতিরোধ টিকা চলমান রয়েছে টিকা নিতে আগ্রহী সাধারন মানুষ

আরও পড়ুনঃ- আদমদীঘি সান্তাহারে দোকানের তালা ভেঙ্গে আসবাবপত্র চুরির অভিযোগ; ২০দিনেও নেই আইনগত পদক্ষেপ

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, ভারতফেরত যশোর শহরের বিভিন্ন হোটেল ও পিটিআইতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থানরত ২৫০ জনের জন্য ঈদের দিন সকাল এবং দুপুরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে।

অতিথিদের সকালে পরটা, ভাজি, ডিম এবং সেমাই বিতরণ করা হয়েছে।

পোলাও, মুরগির রোস্ট, খাসির মাংস, মুগডাল ও সালাদ দুপুরের খাবারের তালিকায় থাকছে ।

ফেসবুকে সর্বশেষ নিউজ পেতে এড হোন আমাদের ফেসবুক গ্রুপে দক্ষিণবঙ্গ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button